সবাইকে শুভ নববর্ষ। বাংলাদেশ নববর্ষ উদযাপন করে চৈত্র সংক্রান্তিতে আর পশ্চিমবঙ্গ করে পহেলা বৈশাখে। বাঙালি মুসলমানদের পূর্ব নারী-পুরুষ ছিল বাঙালি হিন্দু সে কারণেই বাঙালি মুসলমানেরা ধারাবাহিকভাবে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। কিন্তু কিছু বাঙালি মুসলমান পহেলা বৈশাখ হিন্দুদের উৎসব বলে চালিয়ে দিচ্ছে। পহেলা বৈশাখ এবং এর উৎস কে ঘিরে মুসলমানদের অভিযোগের শেষ নেই। কিছু বাঙালি মুসলমান আরবের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছে বহুদিন ধরে। বাঙালি মুসলমানরা নিজেদের পরিচয় নিয়ে বাঁচতে পছন্দ করে না,তারা বড়ই দুর্ভাগা। বাঙালি মুসলমানরা ধীরে ধীরে নিজেদেরকে শেকড়হীন একটি জাতিতে পরিণত হচ্ছে। তারা ধর্ম ও সংস্কৃতি কে পেঁচিয়ে নিজেদের মধ্যে বিদ্বেষ তৈরি করছে। অনেক বাবা-মা তো তাদের সন্তানদেরকে পহেলা বৈশাখ উদযাপন করতে বাধা প্রদান করে থাকেন। বল এটা হিন্দুদের উৎসব, পহেলা বৈশাখে গেলে পাপ হবে এই বলে ধর্মীয় গোঁড়ামি মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অথচ ধর্ম যার যার উৎসব সবার হওয়া উচিত ছিল।