তিনি বলেন, হঠাৎ করে দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চালের বাজার স্বাভাবিক রাখতে কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।
যারা চালের দাম বেশি নিচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বাজার নিয়ন্ত্রণে শুধু রমজান নয়, সব সময়ই অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় খুব শীঘ্রই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও আশাব্যক্ত করেন তিনি।